নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রায়মাধব গ্রামে সোমবার দুপুরে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে হিট ষ্ট্রোকে আক্রান্ত হয়ে নূর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রায়মাধব গ্রামের হালান মিয়ার ছেলে নূর মিয়া দুপুরে বাড়ীর সামনে ফসলী মাঠে ধান কাটতে যায়। রৌদ্রের অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে ধান কাটারত অবস্থায় এক পর্যায়ে সে মাটিতে লুটে পড়ে। এ সময় তার সঙ্গে ধান কাটারর অন্যান্য সঙ্গীরা অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রæত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী খুবই শোকাহত।