///

নেত্রকোনায় অব্যাহত বিদ্যুৎ বিভ্রাট ও লোড শেডিংয়ে জন জীবন বিপর্যস্ত

8 mins read

নেত্রকোনা প্রতিনিধি :: গ্রীষ্মের তীব্র তাপদাহ ও বিদ্যুৎ বিভ্রাট এবং বিদ্যুতের অব্যাহত লোড-শেডিং এর কারণে নেত্রকোনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৪০ মেঘাওয়াট। এর মধ্যে পিডিবি’র চাহিদা ২০ মেঘাওয়াট, পাওয়া যাচ্ছে ১৪ মেঘাওয়াট আর পল্লী বিদ্যুতের চাহিদা ১২০ মেঘাওয়াট পাওয়া যাচ্ছে ৬৫ মেঘাওয়াট। সরকার চলতি ইরি-বোরো মওসুমে ও পবিত্র মাহে রমজান মাসে সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলেও বিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মোক্তারপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে সেহেরী, ইফতারী ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় রোজাদাররা খুব কষ্ট পাচ্ছে।

আটপাড়া উপজেলার স্বরমুশিয়া রূপচন্দ্রপুর গ্রামের কৃষক আকিকুর রেজা খোকন জানান, আমরার এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে কৃষি কাজ ব্যহত হচ্ছে। অপরদিকে এই গরমে মানুষ অতিষ্ট হয়ে উঠছে। বড় বাজারের ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী সজিব জামান জানান, আশা করেছিলাম এই ঈদে ভাল বেচাকেনা হবে। কিন্তু বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে তেমন বেচাকেনা হচ্ছে না। নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী জানান, গ্রীষ্ম মওসুমে তীব্র তাপদাহে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় মাঝে মাঝে লোড শেডিং দিতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version