////

নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে … প্রবাসীকল্যাণ মন্ত্রী

13 mins read

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের আজকের যৌথ কর্মী সভায় বিপুল মানুষের সমাগম উৎসাহ উদ্দিপনা প্রমান করে এই দলের শেকর কতটা বিস্তৃত কতটা মজবুদ।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের যে কোন কর্মী হতে পারে। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে যাকে মনোনয়ন দেবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করতে হবে। এছাড়াও মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান ।

শনিবার (৮ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদের পরিচালনায় যৌথ কর্মী সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, এ্যাডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, সাবেক সাংগঠনিক আলী হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান দে, যুবলীগ নেতা ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুল, ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version