জৈন্তাপুরে পাহাড়ী ঢলে স্রেতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আলমগীরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ৷
১৪ মে শনিবার ভোর ৬টায় মোয়াখাই ও মুক্তাপুর হাওরের এলাকা হতে পাহাড়ী ঢলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আলমগীরের লাশ ভোঁসে উঠে দেখতে পেয়ে স্থানীরা উদ্ধার করে ৷
এলাকাবাসী সাব্বির আহমদ, গোলাম আযম,গোলাম সরওয়ার বেলাল, সাবেক ইউপি সদস্য বেলাল মিয়া জানান, ১৩ মে শুক্রবার সকাল অনুমান সাড়ে ১১টার দিকে নৌকা করে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছিলেন আলমগীরের পরিবারের শিশু সহ ৫সদস্য ৷ এসময় পাহাড়ী ঢলের প্রবল স্রোতে নৌকা ডুবে গেলে পানিতে তলিয়ে যান তারা ৷ স্থানীয়রা এগিয়ে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতায় ২শিশু সহ ৪জন কে উদ্ধার করা সম্ভব হলে নিখোঁজ হন গড়েরপাড় গ্রামের ফুল মিয়ার ছেলে আলমগীর মিয়া ৷ আলমগীরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের লোকজন ২দফায় প্রবল স্রেতের মধ্যে সন্ধান চালালে আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ ১৪ মে শনিবার ভোর ৬টায় পাহাড়ী ঢলের সৃষ্ট ফ্লাস বন্যার পানি অবনতি হলে ঘটনাস্থল হতে প্রায় ১৫০ গজ দূরে ভাসমান অবস্থায় গাছের নিচে আলমগীর মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি জৈন্তাপুর থানা পুলিশকে অবহিত করে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ আলমগীরের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ৷
এদিকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের অনুমতি স্বাপেক্ষে নিহতের লাশ দাফনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে ৷
অপরদিকে নৌকা ডুবিতে নিখোঁজের ঘটনায় লাশ উদ্ধারের জন্য জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম দিনভর সরজমিনে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ৷ এছাড়া সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম সহ এলাকার স্থানীয়গন্যমান্যরা৷
Leave a Reply