/////

পাওয়া যায়নি সাদাপাথরে হারিয়ে যাওয়া পার্যটককে

4 mins read

গতকাল বিকেলে সাদাপাথরে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামকে এখনো খোঁজে পাওয়া যায়নি। ফায়ারসার্ভিসের ডুবুরি টিম উদ্ধারে কাজ করে যাচ্ছে। সকাল থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ারসার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকা ঘাট ইজারাদারদের সম্মিলিত প্রচেষ্টায় চলছে উদ্ধার অভিযান।

সোমবার দুপুর ২টায় সরেজমিনে দেখা যায় ফায়ারসার্ভিসের ডুবুরি টিম সন্দেহজনক সকল জায়গায় খোজাখুজি করছে।

উল্লেখ গতকাল দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটক। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, উদ্ধার অভিযান চলছে। এখনো হারিয়ে যাওয়া পার্যটককে খোঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version