/////

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শাবিপ্রবির সমাজকর্মের অধ্যাপক তাহমিনা ইসলাম

11 mins read

ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিন ইসলাম।

মালয়েশিয়ার স্বনামধন্য ‘ইউনিভার্সিটি অফ মালায়া’ থেকে এ ডিগ্রি অর্জন করেন। তিনি পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন বাংলাদেশে অ্যাসিড হামলার শিকারদের অভিজ্ঞতার ঘাটতি এবং চ্যালেঞ্জ (Need deficits and challanges experienced by acid assault victims in Bangladesh during the rehabilitation process) নিয়ে গবেষণা করেন।

পিএইচডি অর্জনের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, পিএইচডি ডিগ্রি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেটা করোনাকালীন সয়মে হওয়ায় আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি যার দরুন দেশে চলে আসি এবং শিক্ষা ছুটিও শেষ হয়ে যায়। ভাবলাম ছুটি নিয়ে আবার যাবো কিন্তু তখন সব ফ্লাইট বন্ধ হয়ে গেলো। যার কারণে পিএইচডি শেষ করতে কিছুটা দেরি হয়ে যায়। কিন্তু এসময়ে আমার সহকর্মী এবং শিক্ষার্থীরা আমার বড় শক্তি ছিল। এছাড়াও আমি পিএইচডি পড়াশোনা নিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। যার দরুন আমার এই জার্নিটা অন্যরকম ছিল। অনেকের সাপোর্টের ফলে এই এওয়ার্ড অর্জন করতে পেরেছি।

গবেষণার বিষয়ে তিনি বলেন, আমার গবেষণা ছিল এসিড সন্ত্রাস নিয়ে। বর্তমানে এসিড সন্ত্রাস কমে গিয়েছে। কিন্তু বর্তমানে ৩ হাজারের মত এসিডদগ্ধ নারী রয়েছে। তাদের অবস্থাটা কি সেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। শুধু এসিডই নয় যেকোনো ভায়োলেন্সের শিকার নারীদের আমরা কিভাবে হেল্প করতে পারি এবং তারা ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়টি দেখিয়েছি।

উল্লেখ, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম শাবিপ্রবির সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে সুইডেনের গেটবার্গ ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল মাস্টার অফ সাইন্স ইন সোস্যাল ওয়ার্কের উপর দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের জার্নালে তাঁর ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. তাহমিনা ইসলাম সিলেটের খাদিম পুরের ওসমানি নগরের মরহুম লেফটেন্যান্ট কর্নেল অব: ডা নুরুল ইসলামের কন্যা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version