সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াগাঙের পাড় এলাকায় পিয়াইন নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আমির রশিদ নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আমির রশিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আবুল হোসেন’র ছেলে । সে শ্রমিকের কাজ করার সুবাদে গত দুই সপ্তাহ সময় ধরে জাফলংয়ের নয়া গাঙেরপাড় এলাকায় বসবাস করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ইমরুল কবীর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে আমির রশিদ তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে নদীর পাড়ে থাকা নৌকায় যায়। সেখানে তারা কয়েকজন মিলে নাচ গান ও আনন্দ ফুর্তি করছিল। নাচ গানের একপর্যায়ে হঠাত করে পা পিছলে নৌকা হতে নদীতে পড়ে যায় আমির। এরপর হতে সে নিখোঁজ ছিল। স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
Leave a Reply