
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৯ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলা দরবস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি গরু সহ গরু বহনকারী ডিআই ট্রাক আটক করে পুলিশ ৷
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দরবস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৷ অভিযান পরিচালনা কালে চোরাইপথে নিয়ে আসা ৬টি ভারতীয় বকনা গরু এবং গরু বহনকারী ডিআই ট্রাক জব্দ করা হয় ৷ এঘটনায় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডিআই ট্রাক চালক ও চোরাকাবারী দলের সদস্যরা পালিয়ে যায় ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, আমি যোগদানের পর হতে একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল হ্যান্ডসেট, গরু, মহিষ, চিনি এবং ঔষধ আটক করছি ৷ চোরাচালান রোধকল্পে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ৷ চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ৷