জৈন্তাপুর উপজেলার ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের আওতাধীন ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত হতে নিয়ে আসা ১টি ভারতীয় পালসার মটর সাইকেল সহ ১চোরাকারবারীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী আব্দুল করিম, রহিম উদ্দিন সেলিম আহমদ সহ একাধিক ব্যক্তি জানান, সংশ্লিষ্ট সীমান্ত বাহিনীর সোর্সদের যোগসাজেসে একটি প্রভাবশালী গোষ্টি দীর্ঘ দিন হতে এমনকি বানের পানির মধ্যেও তারা উপজেলা ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী, বাইরাখেল এলাকা দিয়ে চক্রটি ভারতীয় মাদক, বিড়ি সিগারেট, কসমেট্রিক্স, চা-পাতা, শাড়ী এবং মটর সাইকেল বাংলাদেশে নিয়ে আসছে ৷ এক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর নাম বিক্রয় করে কতিপয় সোর্সরা মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে তারা জানান ৷
অপরদিকে গোপর সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশে উপজেলা জুড়ে মাদক নিমূল ও চোরাচালান প্রতিরোধে ১লা জুলাই হতে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ৷ তারই ধারাবাহিকতায় গত ৪৮ ঘন্টায় বিভিন্ন মামলার ১৩ জন আসামী আটক করা হয় এবং চোরাচালান প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করছে ৷
তারই অংশ হিসাবে ৩ জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ফুলবাড়ী সীমান্ত দিয়ে জৈন্তাপুর ষ্টেশন বাজারে নূরানী হোটেলের সম্মুখ নিয়ে আসামাত্র পূর্ব হতে প্রস্তুতি নেওয়া পুলিশের অভিযানিক টিম ভারতীয় পালসার মটর সাইকেল সহ চোরাকারবারীকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়৷ আটককৃত চোরাকারবারী জৈন্তাপুর উপজেলা ফুলবাড়ী গ্রামের জহির মিয়ার উরফে জহির পুলিশের ছেলে কয়েছ আহমদ (২৫) ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে৷ তারই ধারাবাহিকতায় মটর সাইকেল সহ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় ৷ সীমান্ত আইনে মামলা দায়ের পূর্বক ৪ জুলাই সোমবার আদালতে প্রেরণ করা হবে ৷ চোরাচালান প্রতিরোধ সহ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ৷
Leave a Reply