সিলেটের ফেঞ্চুগঞ্জে পবিত্র মাহে রমযান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার স্থানীয় ক্রিষ্টাল কমিউনিটি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অন লাইন গ্রুপের উদ্যোগে ৬শত পরিবারের মধ্যে রমযানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কবি, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দিন।
আরো উপিস্তিত থেকে বক্তব্য দেন- সমাজসেবী রোকনুজ্জামান চৌধুরী, সদস্য মাতাব উদ্দিন, অনলাইন গ্রুপের বাংলাদেশের প্রধান সমন্বয়কারি সিরাজুল ইসলাম সাজুল প্রমুখ।
Leave a Reply