
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের এসআই সুমন চন্দ্র দাস এর নেতৃত্বে গত ১৮ এপ্রিল রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকা হইতে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল সহ ফেঞ্চুগঞ্জ থানার বড়াউট জেটিঘাট গ্রামের মৃত ফিরু মিয়ার ছেলে অয়েছ (৩০) আটক করা হয়।
এসময় তার বসত বাড়ীর আঙ্গীনা(উঠান) হতে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের বর্জ্যপানি সরবরাহ লাইন নির্মাণ কাজে ব্যবহৃত ৭ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ১২ ফুট লম্বা লোহার পাইপ একটি, ৯ ফুট লম্বা লোহার পাইপ ২টি এবং ৩০ ফুট ৬ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় অয়েছের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (যাহার নং ০৬)।
গ্রেফতারকৃত আসামীকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।