
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় এ শান্তি পদক লাভ করে স্বাধীন বাংলাদেশেকে উন্নয়ন অগ্রগতির দিকে৷ নিয়ে গেছে। বঙ্গবন্ধু মুজিব বাঙ্গালী জাতির প্রতি পশ্চিমাদের অবিচার নির্যাতনে বিরুদ্বে জাতিকে এক করে তিব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলে স্বাধীন সার্ভোবৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছেন। বঙ্গবন্ধুর পথ অনুসরন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও করি” শান্তির পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তির আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশীদ, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের তৈয়বুর রহমান শাহীন।অফিসার ইনচার্জ তদন্ত দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্বা মাহতাব উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দীন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষিকা মীরা ভটাচার্য্য। আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।