
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক আল আজাদ বলেছেন, সাংবাদিকতা মানুষের জন্য করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের প্রতি ছিলেন আন্তরিক।
শনিবার সিলেট মেট্রপলিটন ইউনির্ভাসিটিতে স্বল্প মেয়াদী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকতা বিভাগের শিক্ষক মুস্তাইন বিল্লাহর পরিচালনায় এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় চেয়ারম্যান গাজী সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- মেট্রোপলিটন ইউনির্ভাসিটির উপ রেজিষ্টার কবি, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, প্রশাসন বিভাগের পরিচালক, তারেক ইসলাম। অনুষ্ঠান শেষে দশজন শিক্ষার্থীদের মাঝে সাংবাদিকতার সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
https://newfasttadalafil.com/ – Cialis Jzryns cialis on line Free Clomid https://newfasttadalafil.com/ – cialis 5mg best price Gcgokl Where To Buy Jelly Viagra