
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলে সিলেট রেঞ্জ পুলিশের জয় লাভ করেছে।
বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে.এম.পি) মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টে সিলেট রেঞ্জ ফুটবল টিম ৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ (বি.এম.পি) টিমের সাথে মোকাবেলায় মাঠে নেমে নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে।
খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ দলকে পরাজিত করে গ্রুপ পর্বের খেলার শুভসূচনা করেছে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।