
জৈন্তাপুর মডেল থানা পুলিশের চৌকাস পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফৌস নিয়ে দরবস্ত বাজারের কানাইঘাট রাস্তার সম্মুখে অভিযান পরিচালনা করে ২ বোতল মদ সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেন ৷
যানাযায়, দরবস্ত বাজারে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পান ১জন মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় শরীরে ভারতীয় মদ বহন করে বাস গাড়ী যোগে সিলেট শহরে যাচ্ছে ৷
এমন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের চৌকাশ সদস্য উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফৌস নিয়ে ২২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাফলং হতে ছেড়ে আসা যাত্রীবাহি ”’মা-বাবার দোয়া” নামক বাস গাড়ীটিতে তল্লাসী চালিয়ে কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল বেতু গ্রামের এমদাদুল হকের ছেলে ফয়সল আহমদ (২৮) কে আটক করেন ৷
এসময় বাসের যাত্রীদের সম্মুখে তার দেহ তল্লাসী চালিয়ে বিশেষ কায়দায় বুকের মধ্যে রাখা অবস্থায় ভারতীয় ২বোতল মদ উদ্ধার করেন ৷ সেই সাথে আটক করে থানায় নিয়ে আসেন ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাদকের ক্ষেত্রে জৈন্তাপুর থানা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স রয়েছে ৷ মাদক নির্মূলে সকল পুলিশ সদস্য তৎপর রয়েছে ৷ গোপন সংবাদ পাওয়ার পর পর এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফৌস নিয়ে বাস তল্লাসী করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন ৷ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ সকালে আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ৷