বাড়ি ভাড়ার ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

12 mins read

রাজশাহীতে বাড়ি ভাড়ার ফাঁদ পেতে অপহরণের পর মুক্তিপণ আদায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরের এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, সোহেল রানা (২৪) নামে এক শিক্ষার্থী বাড়ি ভাড়া নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফা আক্তার সাথী (২৭) তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে বাড়ি দেখানোর নাম করে কৌশলে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার এনামুল হকের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। চক্রের অন্যান্য সদস্য মাসুম শেখ (৩৮), আশিক আলী (২৩), মুনতাসির আলী (২৯), ও পলাশ (২৭) শরিফা আক্তারের সঙ্গে যোগ দিয়ে সোহেল রানাকে মারধর করে এবং জোরপূর্বক শরিফার সঙ্গে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। এসময় তাকে পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১৪ হাজার ৯০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয় চক্রের সদস্যরা।

তিনি বলেন, সোহেল রানা পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রটির ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ওয়াকিটকির মতো দেখতে ওয়ার লেস, পুলিশের জুতা, চাকু, নগদ ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ঈদের সময় এমন প্রতারক চক্র ফাঁদ পেতেছে নগরীর বিভিন্নস্থানে। পুলিশ এসব ঘটনা বন্ধ করতে তৎপর রয়েছে।

অপহরণের শিকার সোহেল রানার বাড়ি বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামে। তার বাবার নাম আবুল আসাদ। অপর দিকে গ্রেফতার মাসুদ শেখ নগরীর হাদির মোড় বৌবাজার এলাকার আলম শেখের ছেলে। আর সেলিম আলীল ছেলে আশিক আলী ও মোহাম্মদ আলীর ছেলে মুনতাসির আলী সিয়ামের বাড়ি রামচন্দ্রপুর মিরেরচক। এছাড়াও মামসুললের ছেলে পলাশের বাড়ি কেদুর মোড় বৌবাজার এবং মামুনুর রহমান বাবুর স্ত্রী শরিফা আক্তার সাথীর বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version