বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সামগ্রী আটক

5 mins read

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সামগ্রী আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২ এপ্রিল (রবিবার) রাত ০৩:০০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩০৭ হতে আনুমানিক ৪০০ গজের ভিতরে গঙ্গারঝুম এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ সামগ্রী (ইনজেকশন, জেল, সলিউশন ও এ্যালবুমিন) আটক করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে রাতের অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। আটককৃত ভারতীয় ঔষধ সামগ্রীর আনুমানিক মূল্য ১৯,৭০,৩৮০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কমাণ্ডিং অফিসার (সিও) মো. আসাদুন্নবী জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির যথাযথ বাস্তবায়নকল্পে সীমান্ত পর্যায়ে অভিযান কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version