///

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

10 mins read

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা।
কর্মসূচি শেষে মহাস্থান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ে স্মারকলিপি দেন তাঁরা। ৯ মে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার মহাস্থান বাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে মহাস্থানগড় এলাকার সব প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে আসতে চটকদার অফার দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। রিচার্জ করলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই মিটার তাঁরা চান না।
বক্তারা বলেন, এখন বাজারে মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। সেখানে টাকা খেকো ‘জাদুর প্রি-পেইড মিটার’ দিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়েছে নেসকো। এই মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহক-ভোগান্তি ছাড়া কিছু নেই।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকেরা নেসকো অফিস ঘেরাও করেন এবং মহাস্থান-শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নেসকোকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল মণ্ডল, সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক, ফুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, খাইরুল ইসলাম পলাশ, মামুর রশীদ মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version