///

বিয়ানীবাজারে দেড় কেজি গাঁজাসহ নারী আটক

4 mins read

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ  বিলকিছ আক্তার (২৬) নামে এক মহিলাকে আটক করা হয়েছে।

আটক মহিলা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার পলাশ গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ (বড়গ্রাম) এলাকার বসবাস করছেন।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ মোহাম্মদ হিমেল তার সঙ্গীয় ফোর্স নিয়ে জলঢুপ বড়গ্রামস্থ বাড়ি থেকে তাকে আটক করেন ও তার দেওয়া তথ্যমতে ঘর থেকে দেড় কেজি পরিমান গাঁজা উদ্ধার করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আটক মহিলা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত গাঁজা ঘরে সংরক্ষিত রেখেছিল। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version