
সিলেট জেলার অপরাধ দমন, মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের গ্রেফতারে অংশ হিসাবে বিয়ানী বাজার থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩কেজী গাজাসহ ১জন গ্রেফতার।
পুলিশসূত্রে যানাযায় শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিনে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি গ্রামের জিরোপয়েন্ট মইয়াখালী রোডের ভাংগা পুলের উপর অভিযান পরিচালনা করে ৩কেজী গাজা সহ ১জন কে আটক করে ।
আটক ব্যক্তি বিয়ানীবাজার থানার উত্তর দুবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে বদই মিয়া (৩২) । এসময় তার নিকট হতে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রের্কড পূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।