
ভারতীয় শিল্পী ও ফ্যাশন ডিজাইনার শালিনি। সম্প্রতি তিনি ব্যতিক্রমী এক কাজ করেছেন। উদযাপন করেছেন নিজের বিবাহবিচ্ছেদ।
শালিনি তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছবি তুলে উদযাপন করে সে ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। তার এমন সিদ্ধান্তে আলোচনা-সমালোচনাত সৃষ্টি করেছেন। অনেকে প্রশংসা করলেও, সমালোচনাও শুনতে হয়েছে তাকে।
লাল পোশাক পরে ছবি তুলে বিবাহবিচ্ছেদ উদযাপন করেছেন শালিনি। এ সময় তার হাতে বড় বড় অক্ষরে ‘ডিভোর্সড’ লেখা দেখা যায়। একটি ছবিতে হাসিমুখে নিজের বিয়ের ছবি ছিঁড়ে ফেলেন। প্রতিটি ছবিতে আলাদা আলাদা ক্যাপশন দিয়ে একটা বার্তা দিয়েছেন তিনি। তার ক্যাপশনগুলোর মূল কথা হলো, বিচ্ছেদ মানেই শেষ নয়। এটি জীবনে কখনো কখনো ইতিবাচক ফলও বয়ে আনে।
সাবলীল ও সাহসী পদক্ষেপের জন্য কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছেন। ইনস্টাগ্রামে শালিনির পোস্টে একজন লিখেছেন, আপনি সাহসী নারী। এই ধারা অব্যাহত থাকুক। আমরা সব সময় আপনাকে সমর্থন করি।আরেকজন লিখেছেন, ‘সাহসী একটা সিদ্ধান্ত। চালিয়ে যান। মানুষের নেতিবাচক কথাকে পাত্তা দিয়েন না। কেউ জানে না, কতটা সমস্যার মধ্য দিয়ে আপনি গেছেন।
বিচ্ছেদের মতো ব্যাপার ঘটা করে উদ্যাপন করায় কেউ কেউ শালিনির সমালোচনা করেছেন। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, দয়া করে এটা নিয়ে প্রবণতা তৈরি করবেন না। কারণ, এটা দেখে অনেকেরই বিবাহবিচ্ছেদ হবে। এটা সমাজের জন্য ভালো নয়। বিবাহবিচ্ছেদের সব ছবি মুছে দিন।
শালিনির এমন সিদ্ধান্তের পেছনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব রয়েছে বলে মনে করেন একজন। তিনি লিখেছেন, আমাদের সমাজে কী ঘটছে, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। কয়েক দিন আগে এক পশ্চিমা নারীর কাছ থেকে বিবাহবিচ্ছেদের এই ধারণা পেয়েছেন (শালিনি)। কয়েকটা লাইক আর ভিডিওর জন্য বিয়েটা ভেঙে দিল।