/////

ভয়কে জয় করে জনগণের ভালোবাসায় এখানে এসেছি আমাকে ভয় দেখাবেনা : আফছার

12 mins read

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ৩২নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী এ্যাডভোকেট মো. আফছর আহমদ এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলাকার মুরুব্বি, ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে শুক্রবার (১২ মে) সন্ধ্যার পরে সিসিকের ৩২নম্বর ওয়ার্ডের ডি ব্লকের ইসলামপুর এলাকাবাসীর সাথে কাউন্সিলর পদপ্রার্থী আফছরের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আফছর বলেন, আগামী ২১জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ছাত্র ও যুব সমাজ এলাকার উন্নয়নে যোগ্য প্রতিনিধি বাঁছাই করবে। আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। আমাকে হামলা মামলা বন্দুকের ভয় দেখাবেন না আমি ভয়কে জয় করে জনগণের ভালোবাসা এখানে এসেছি। বিগত দিনে বিভিন্ন সময় এলাকার জনগণ আমার পাশে ছিলেন আমিও সাথে থেকে সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে গিয়েছি তাই আগামি দিনগুলোতেও অতীতের মতো সবাইকে পাশে চাই।

তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, উন্নত আধুনিক স্মার্ট ওয়ার্ড গঠন আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। মুরুব্বিদের সাথে নিয়ে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর ও আধুনিক ৩২নং ওয়ার্ড গড়ে তুলবো।

ইসলামপুর এলাকার মরহুম কবির উদ্দিনের বাড়িতে, বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন লুকমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আরিফুর রহমান, লিলু মিয়া, আব্দুর রহিম বাচ্চু, আশরাফ মিয়া, তোফায়েল চৌধুরী, হারিছ আলী, ইফতেখার হোসেন লিমন, বদরুল ইসলাম, বাহারুল ইসলাম বাহার, জুয়েদ হোসেন মিমুল, মানিক মিয়া, মঈনুল আবুল হোসেন আবুল, শাহিন মিয়া, নাসির জায়গিরদার, কাউসার আহমেদ, আব্দু শহিদ, মুজিবুর রহমান, তারেক আহমেদ, চুনু মিয়া, সেলু মিয়া, শাহাবুদ্দিন, হিলটন মিয়া, সুমন আহমেদ, লিমন আহমেদ, ফয়ছল আহমেদ, তোসার ইসলাম, টিপু মিয়া, কবির আহমদ, মহসিন মিয়া, রাসেল আহমেদ, রাসেল আহমদ, পায়েল, মুর্শেদ আবেদিন, আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version