//

ভিসি বাসভবনের সংযোগ বিচ্ছিন্ন : সিলেট আ.লীগের নিন্দা

6 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।


রবিবার (২৩ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে সেই অবস্থায় এরকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে বলে আমরা মনে করি। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আন্দোলনের নামে এ ধরণের অমানবিক কর্মকাণ্ডকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। এই ধরণের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version