সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের সামনের মাঠে বৃহস্পতিবার (১জুন) বেলা দুইটার দিকে আউশ ধান প্রদর্শনীর মাঠ দিবস মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো.মনির হোসেন,স্থানীয় কৃষক রফিক মিয়া প্রমুখ।