
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে । মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক গোলাম জিলানী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোস্তাক আহমেদ। প্রভাষক নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক তপন সরকার, জ্যেষ্ঠ প্রভাষক উসীম উদ্দিন মোল্লা, গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, ফনী তালুকদার, এইচএসসি পরীক্ষার্থী দীপা তালুকদার, রোকন তালুকদার প্রমুখ।