
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সোলেমানপুর গ্রামের সামনে থাকা বাঁশের সাঁকোর নীচ থেকে গতকাল শুক্রবার সকালে নবী হোসেন(২২) নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন,উপজেলার চামরদানী ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা নবী হোসেন শারীরিক প্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।প্রতিদিনকার মতো তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা আনতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকাল সাতটার দিকে সোলেমানপুর গ্রামের সামনে থাকা একটি বাঁশের সাঁকোর নীচের ডোবা থেকে ওই শারীরিক প্রতিবন্ধীর লাশটি উদ্ধার করেছেন এলাকাবাসী। সাঁকো থেকে পা ফসকে নীচে পড়ে গিয়ে ওই শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।