/////

মধ্যনগরে সাড়ে ২১ঘণ্টা পর নৌকাডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

5 mins read

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নোযাগাঁও গ্রামের সামনে থাকা গুরমার হাওর থেকে গতকাল সোমবার (২৮আগস্ট) বিকোল তিনটার দিকে উজ্জ্বল সরকার (২৫)নামের এক জেলের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গুরমার হাওরে মাছ শিকার করতে করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে মাছ শিকার করার কাজে ব্যবহৃত নৌকাটি ডুবে গেলে ওই জেলে নিখোঁজ হন। ওই জেলের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।তিনি ওই গ্রামের মৃত যোগেশ সরকারের ছেলে।

মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন বলেন, উপজেলার গুরমার হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলে উজ্জ্বল সরকার (২৫) ওই হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। ময়মনসিংহ থেকে একদল ডুবুরি এসে সোমবার বিকেলে নিখোঁজ ওই জেলের লাশটি উদ্ধার করেছে। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ওই লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version