
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের সামনের সড়ক থেকে গত বুধবার রাতে ১২বোতল ভারতীয় মদসহ ফরমান খাঁ (২৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।তাঁর বাড়ি উপজেলার কার্তিকপুর গ্রামে।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী ফরমান খাঁ বুধবার রাতে একই ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের সামনের সড়কে মাদক বেচাকেনা করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে ১২বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার সকালে মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।