
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের সামনের সড়ক থেকে বুধবার রাত পৌনে দুইটার দিকে ৭৫টি ইয়াবাসহ শ্রী গোপাল চন্দ্র তালুকদার (৩৬) নামের এক শীর্ষ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের বাসিন্দা শ্রী গোপাল চন্দ্র তালুকদার এ উপজেলার শীর্ষ মাদকব্যবসায়ী। বুধবার রাতে তিনি নিজ গ্রামের সামনের সড়কে ইয়াবা বেচাকেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত পৌনে দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৭৫টি ইয়াবাবড়ি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হযেছে।এ ছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও চারটি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ৷