/////

মধ্যনগর আগুনে পুড়ে ছাই বসতঘর, গোলার ধান ও নগদ টাকা

5 mins read

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউপির জমশেরপুর গ্রামে আগুন লেগে ১টি টিনশেডের বসতঘর,নগদ টাকা পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জমশেরপুর গ্রামের নিবারণ সরকারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, জমশেরপুর গ্রামের নিবারণ সরকারের বসত ঘরে হঠাৎ আগুন সুত্রপাত ঘটে মুহূর্তেই বসত ঘরে ছড়িয়ে পড়ে।

গোলায় থাকা প্রায় শতাধিক মণ ধান,নগদ ৪০হাজার টাকা,সোনার অলংকার,জমির কাগজপত্র, আসবাবপত্র সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়েছে।পরে গ্রামবাসী ছুটে এসে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিবারণ সরকার বলেন,আমার শতাধিক মণ ধান,নগদ টাকা সহ বসতঘর সহ সবকিছু আগুনে পুড়ে গেছে।আমি এখন নিঃশ্ব হয়ে গেছি।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে জানান, বসত ঘরে পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version