
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন।তিনি বাংলাদেশের নারীসমাজের এক অকৃত্রিম বন্ধু ও অভিভাবককে ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে নারীদের সম্পৃক্ত করতে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’
মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ৷