কুমিল্লার বুড়িচং উপজেলায় বুধবার রাত সাড়ে আটটার দিকে গুলিতে মহি উদ্দিন সরকার (নাঈম) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনি মাদক কারবারিদের গুলিতে নিহত হন।
নিহত মহি উদ্দিন (২৭) স্থানীয় একটি পত্রিকা ও একটি বেসরকারি টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মাদক কারবারিদের গুলিতে মহি উদ্দিন নিহত হয়েছেন। তাঁর বুকে ছয়টি গুলি করা হয়েছে। মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। ওসি আরও বলেন, মহি উদ্দিনের মরদেহের সঙ্গে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহি উদ্দিন নিহত হয়েছেন। মাদক কারবারিরা তাঁকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।