
ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি মরম আলী(৮০) কে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ভারতের সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাত ৮টায় ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতানের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন, মাহমুদুল হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রকিব, ইনচান সহ সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করে ধোবাউড়া থানায় নিয়ে আসা হয়।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মরম আলী ফকির (৮০) ঘোষগাও ইউনিয়নের বালিগাও গ্রামের মৃত আব্দুর রহমান ফকিরের পুত্র।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম সে বাড়িতে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি।