////

মুফতি মাওলানা ইউসুফ শ্যামপুরী হুজুরের দাফন সম্পন্ন

15 mins read

জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফতেপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেমেদ্বীন হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস ও বালিপাড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৪৮ বছরের ইমাম ও খতিব, উত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

মৃতুকালে উনার বয়স হয়েছিল (৭৮) বছর। গত ২ জুন শুক্রবার সকাল ১০টা ৪০মিনিটের সময় তিনি নিজ বাড়িত ইন্তেকাল করেন। মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুর দীর্ঘদিন থেকে নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃতুকালে তিনি স্ত্রী পাঁচছেলে, তিনকন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী এবং মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী সহ অনেক সহকর্মী রেখে গেছেন।

শুক্রবার রাত ৯টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার ইমামতি করেন হুজুরের বড় ছেলে মাওলানা হারুনুর রশীদ।

মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

বৃহত্তর জৈন্তিয়ার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যাক আলেমেদ্বীন, মাদ্রাসার শিক্ষার্থীগন, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলী মরহুমের জানাজার নামাজে অংশগ্রহন করেন। উপস্থাপন করেন তরুন সমাজসেবী জাকারিয়া মাহমুদ। পরে উনাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হােসেন মো. হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। নেতৃবৃন্দ মরহুম মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version