
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারত ৭ শিক্ষার্থী মেডিকেল থেকে আবারো অনশনরত স্থানে ফিরেছেন। বর্তমানে মেডিকেলে ভর্তি আছেন ১৩ জন।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মেডিকেল থেকে ফিরেন বলে জানান মুহাইমিনুল বাসার রাজ।
তিনি বলেন, আন্দোলনে অনশনরত শিক্ষার্থীরা যারা মেডিকেলে ভর্তি হয়েছেন তারা একটু সুস্থতাবোধ করায় ডাক্তারের ছাড়পত্র নিয়ে ক্যাম্পাসে ফিরে আসছেন। তারা সুস্থতাবোধ করায় মেডিকেলে থাকতে চাচ্ছে না। তাই তারা একটু সুস্থ হলেই তারা ক্যাম্পাসে ফিরে আসছেন। যারা ফিরেছেন তাদের শারীরিক অবস্থা ভালো না।
সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এতে মোট মোট ভর্তি রয়েছেন ১৩ জনে। বাকি ১৫ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।
এর আগে রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।