মৌলভীবাজারের রাজনগরে উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। ১৫-২১ জুন থেকে শুরু হতে যাওয়া জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বিষয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিদের অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি কমৃকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খান, ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, সিরাজুল ইসলাম ছানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম মাল্লুম, উপজেলা শুমারি সমন্বয়কারী রাজীব রায়। উপস্থিত ছিলেন শুমারির জোনাল অফিসার অভিজিৎ দত্ত, শাহীন আলম, যীশু দাশ, স্বপন পাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply