//

রাস্তার কাজ পরিদর্শন

5 mins read


জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়নের পূর্ব ভাইটগ্রাম রাস্তার কাজ পরিদর্শন।

৯ জানুয়ারী রবিবার সকাল ১০টায় উপজেলা দরবস্ত ইউনিয়নের পূর্ব ভাইট গ্রামের রাস্তার মাটি কাজ পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। দীর্ঘদিন হতে পূর্ব ভাইটগ্রামের জনসাধারণ তাদের চলাচলের একমাত্র রাস্তাটি দিয়ে হাটা চলা করে আসতে পারছিল না। যার কারনে উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় জনসাধারণকে যাতায়াতের কষ্ট দূর করতে পূর্ব ভাইট গ্রামের রাস্তাটির কাজ কাজের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কাজের সার্বিক খোঁজ খবর নিতে রাস্তাটি পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের সময় স্থানীয় এলাকাবাসী সাথে ছিলেন।

চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ভাইটগ্রাম সহ অত্রঅঞ্চলের বাসিন্ধাদের চলাচলের সুবিধার জন্য ইট সলিং কাজের বরাদ্ধের জন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আর্কষণ করব।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version