র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেটের অভিযানে ২হাজার ৮শত ৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে ৫.৫০ ঘটিকায় এসএমপি-সিলেটের কোতয়ালী থানাধীন কাজীটুলা লোহারপাড়াস্থ ১০৪ ওয়াজেদ ভিলার নিচতলার ৫নং রুমের অভিযান পরিচালনা করে ২হাজার ৮শত ৮০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পাবনা জেলার সদর থানার শিবরামপুর এলাকার মৃত মোতাহার এর ছেলে মোঃ রুমন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি-সিলেটের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply