র্যাব-৯ এর অভিযানে কানাইঘাট ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের কানাইঘাট উপজেলা হতে ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর সিলেট ক্যাম্পের আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানাধীন উমাঘর গ্রামের ভাটিদিহি যাত্রী ছাউনির পাশে জিবান আখনি হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১শত ২৫পিস ইয়াবা ৩টি মোবাইল ৪টি সীম সহ কানাইঘাট থানার গর্জনা ইয়ারকান্দি গ্রামের মৃত শহর উল্লা ছেলে মো. সুলতান উদ্দিন (৪৪) এবং গোয়াইনঘাট থানার বার্কীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. আব্দুস সালাম (৩৬) দ্বয়কে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (ক) /৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামত কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।