
র্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা হতে বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
০৬ মে ২০২১ ইং তারিখ ১১.৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, সিনিঃ এএসপি ওবাইন, এএসপি আফসান-আল-আলম এবং এএসপি সোমেন মজুমদার সহ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পারুয়া ভোলাগঞ্জ তিন তলা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল বিদেশী মদ জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানার পারুয়া গ্রামের মৃত তৈয়ব খানের ছেলে মফিজ খান (৪০) কে গ্রেফতার করে। র্যাব-৯ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে