
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের সামনে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ রক্তদান কর্মসূচি চলবে।
রবিবার (২০ মার্চ) বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আগামী ২৪ মার্চ (বৃহস্পতিবার) তারিখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ডি’ বিল্ডিংয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বেচ্ছায় এ রক্তদান কর্মসূচি চলবে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। উক্ত রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অনুরোধ করা হলো।