
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে টং দোকান গুলোতে ধূমপান বিক্রির অভিযোগ সাঁড়াশি অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি দোকান থেকে সিগারেট জব্দ করা হয়েছে। আশেপাশের জায়গা গুলোও খতিয়ে দেখা হয়েছে।
সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, কয়েকটি টং দোকান থেকে আমরা কয়েকটি সিগারেটের প্যাকেট জব্দ করেছি। টং দোকান গুলো যথাযথ স্বাস্থ্যসম্মত আছে কিনা, নিষিদ্ধ প্লাস্টিক ওয়ানটাইম বিক্রি করা হচ্ছে কিনা তা দেখা হয়। যেসব দোকান থেকে সিগারেট জব্দ করা হয়েছে সেই দোকানিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান, আহসান হাবীব, মো. কামরুজ্জামান খান প্রিন্স, আব্দুল্লা আল ইসলাম, সিয়ামুল বাশার ও মো. এনামুল হক উপস্থিত ছিলেন।