
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মানবাধিকার কমিশন উদ্যোগে অর্ধশতাধিক নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় প্রেসক্লাব কনফারেন্স হলে মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারন সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, মানবাধিকার কমিশনের সহসভাপতি গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, সহসভাপতি আজদু নিয়াজ, সহসভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক রেনু ,অর্থ সম্পাদক ইকবাল মাহমুদ, আর্ন্তজাতিক সম্পাদক প্রকৌশল ফরহাদ আহমেদ, এম শামিম চৌধুরী, আজিজ আহমেদ নিয়াজ প্রমুখ।