/////

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার’ গ্রেফতার-২

7 mins read

শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সাথে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই মিয়া নাসির উদ্দিন, এসআই মো. আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই জীবন বাকতি, এএসআই মোসলেহ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৪৯০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। সেই সাথে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গল থানা এলাকায় প্রায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন উঠতি বয়সের যুবক, শিক্ষার্থী সহ সবাইকে মাদক থেকে দূরে রাখতে থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি মাদক ব্যবসায়ী, মাদক সেবীসহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version