
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাগানের চা শ্রমিকদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।
সোমবার (১লা মে) সকালে পহেলা মে উপলক্ষ্যে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল সঞ্চালনায় পহেলা মে সমাবেশ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, প্রচার সম্পাদক দেবাশু সেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড.সঞ্জিত সেন রায়, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা,রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিজয় বুনার্জী।এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।