
লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে মৃত ব্যাক্তির লাশ দাফনে বাধা দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১২ ঘন্টা পর লাশ দাফন করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় সফিক ভূঁইয়ার সাথে একই গ্রামের মুন্সি ভূঁইয়া বাড়ির মৃত– নুরুল আমিনের স্ত্রী মাকসুদা বেগম খুকির সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। মাকসুদা বেগম আদালতে একাধিক মমলা করলে আদালত তা খারিজ করে দেয়। এরমধ্যে গতকাল রাত টার সময় ৮০ বছর বয়সী সফিক ভূঁইয়া মারা যান। সকালে ওই সম্পত্তিতে তাকে মাটি দেওয়ার জন্য কবর খোঁড়া শুরু করে স্বজনরা। এসময় মাকসুদার পক্ষের লোকজন কবর খুঁড়তে বাধা দেন। এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে নির্বাহী ম্যাজেস্ট্রেট সিরাজুল সালেহ ও ইউপি চেয়ারম্যানের উপস্থতিতে মৃতের লাশ দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি।