সিলেটের কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী সঙ্গে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য এখলাছ আলী, কবির আহমদ, সদস্য তারিকুল ইসলাম, কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি মাসুক রানা, নির্বাহী সদস্য সোহরাব আহমদ, সহযোগী সদস্য মোঃ জয়নাল আবেদীন, নোমান আহমদ, লিটন মাহমুদ, ইয়ামিন আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সুকান্ত চক্রবর্তী। এরপূর্বে তিনি ওসমানীনগর সার্কেল অফিসের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও লুসিকান্ত হাজংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে নেতৃবৃন্দ।
Leave a Reply