হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে ১৫ টি মর্টার সেল ও ৪ টি বক্স থেকে ৫১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (২৭ ডিসেস্বর) দুপুরে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, রাত ৩ টা হতে সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে অভিযান চালানো হয়। এ সময় ১৫ টি মর্টার সেল ও ৪ টি বক্স থেকে ৫১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্যানের ভিতরে অন্য একটি স্থানে অভিযান চলছে। সেখানেও অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান হতে ৩৩৪ টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬ টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬ টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব। সর্বশেষ গত চলতি বছরের ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
Leave a Reply