/

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আফছর আহমদ’র শোক প্রকাশ

6 mins read

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের কর্যনির্বাহী সদস্য এডভোকেট আফছর আহমেদ।

শোক বার্তায় বলেন আলোকিত সিলেটের রূপকার বিশিষ্ট অর্থনীতিবিদ, কূটনীতিক আমার অত্যন্ত পরশ্রদ্ধাবাজন আবুল মাল আবদুল মুহিত মহোদয়ের সাথে আমার অনেক কাজ করার সুযোগ হয়েছে, যার হাত ধরে আমি খাদিমপাড়াবাসীর অনেক উন্নয়ন করেছি। আমরা সিলেটবাসী এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। তাঁর কর্ম এবং লেখনীর মাধ্যমে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version