
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২শত পিছ ইয়াবা সহ কুখ্যাত ডাকাত ছয়ফুলকে গ্রেফতার করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউপি’র হিলালপুর গ্রামের কালভার্টের নিকট সিলেট টু জকিগঞ্জ মহাসড়কে পাশে থেকে অফিসার ইনর্চাজ জানাব রফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুমন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার এসআই লুৎফুর রহমান নেতৃত্বে অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামী সিলেট জেলার বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে কুখ্যাত ডাকাত ছয়ফুল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াদিন রয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের মিডিয়া ফেকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।